Widget by:Baiozid khan
শিরোনাম:

ঢাকা Sun February 17 2019 ,

  • Techno Haat Free Domain Offer

'জিরো ডিগ্রী' এবার সিঙ্গাপুরে

Published:2013-12-30 11:06:05    

বিনোদনডেস্ক: অনিমেষ আইচ পরিচালিত নতুন ছবি 'জিরো ডিগ্রী' এর শুটিং শুরু হয়েছে বেশি দিন হয়নি। ইতিমধ্যে ছবির প্রায় আশি ভাগ শুটিং শেষ হয়ে গেছে। ছবির বাকী অংশের শুটিং করা হবে সিঙ্গাপুরে। সম্প্রতি ছবিটির নির্মাতা সুত্র এমন তথ্যই জানিয়েছেন।

ছবিটিতে অভিনয় করছেন মাহফুজ, জয়া এবং রুহী ছাড়াও আরো অভিনয় করেছেন ইফতেখার জাইব, মীর রাব্বি, রনন রয়, তারিক আনাম খান, টেলিসামাদ, ইরেশ যাকের, লায়লা হাসান, শিরিন আলম প্রমুখ। ছবিতে জয়া ও মাহফুজকে দেখা যাবে ভিন্ন চরিত্রে। তারা প্রিয়জনের কাছ থেকে আঘাত পেয়ে এক সময় মানসিক ভারসাম্যহীন হয়ে পরে। সামাজিক নানা ঘাত প্রতিঘাতের বিষয় উঠে এসেছে এর গল্পে।
ছবির পরিচালক অনিমেষ নিজেই কাহিনী ও চিত্রনাট্য রচনা করেছেন। এর চিত্রগ্রহণ করছেন নেহাল কোরেশি, শিল্প নির্দেশক মারুফ ইবনে সাইদ, পোশাক পরিকল্পনা করছেন নাসরিন সরকার টুনটুন, রূপসজ্জা করছেন মোহাম্মদ ফারুক। ছবিটি প্রযোজনা করছে প্লে হাউস।


বাংলাসংবাদ২৪/কেএন
 

আরও সংবাদ